বিসি এস (সাধারন শিক্ষা) ক্যাডার কর্মকর্তা প্রফেসর মোঃ আছাদুল হক ১৯৬৬ সালে ০৬ মে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার নজিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৮২ সালে কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বড়গাংদিয়া মাধ্যমিক বিদ্যালয় হতে এস এস সি এবং ১৯৮৪ সালে কুষ্টিয়া সরকারি কলেজ হতে এইচ. এস.সি পাশ করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে দর্শন বিষয়ে স্নাতক(সম্মান) এবং ১৯৮৮ সালে দর্শন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০০ সালে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ডিগ্রী লাভ করেন। ২০১৬ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। ২০১৭ সালের ২ জানুয়ারি তিনি লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ঢাকায় অধ্যক্ষ পদে যোগদান করেন।
প্রফেসর মোঃ আছাদুল হক বগুড়া সরকারি আজিজুল হক কলেজ এবং সরকারি ভাওয়াল বদরে আলম কলেজ, গাজীপুরে বিভাগীয় পাঠদানের পাশাপাশি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেছেন। তিনি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি পোস্ট গ্র্যাজুয়েট কলেজ সমূহের উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন। তিনি জাতীয় শিক্ষাব্যবস্থাপনা একাডেমি (নায়েম) হতে বুনিয়াদী প্রশিক্ষণ, শিক্ষা পরিকল্পনা উন্নয়ন প্রশিক্ষণ, এডভান্সড কোর্স অন এডুকেশন এন্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ, সিনিয়র স্টাফ কোর্স সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ লাভ করেন এবং মাউশি কর্তৃক আয়োজিত বিভিন্ন সময়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি সরকারি ও ব্যক্তিগত পর্যায়ে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর সফর করেছেন। তিনি একজন সৎ, মেধাবী ও জনকল্যাণমুখী সরকারি কর্মচারী। মানুষের সার্বিক সেবা করাই তাঁর প্রধান লক্ষ্য।
লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, ঢাকা
The Site Is Under Constraction Main Content will be published soonThe Site Is Under Constraction Main Content will be published soon
Read MoreThe Site Is Under Constraction Main Content will be published soonThe Site Is Under Constraction Main Content will be published soon
Read MoreThe Site Is Under Construction Main content Publish Soon
The Site Is Under Constraction Main Content will be published soon