Lalbagh Govt. Model School & College School Code (Board) : 1161 | EIIN : 132081 / College Code : 1119
লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (LGMSC) এর ইতিহাস

লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (LGMSC) এর ইতিহাস

লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ (LGMSC) পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা এবং বুড়িগঙ্গা নদীর বেড়িবাঁধ সংলগ্ন একটি সুপ্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের ৪৩/২, আর.এন.ডি রোডে অবস্থিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে “ঢাকা মহানগরীসহ ৬টি বিভাগে ১১টি উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয় (বেসরকারি) স্থাপন প্রকল্প” এর আওতায় প্রতিষ্ঠিত হয়।

২০০৭ সালে লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়। প্রথমে উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা চালু করা হলেও, ২০০৮ সালে মাধ্যমিক পর্যায়েও শিক্ষা কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার প্রথম বছর মাত্র ৯ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করলেও ২০০৮ সালে শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পেয়ে ৪০০ জনে উন্নীত হয়। সময়ের সঙ্গে সঙ্গে শিক্ষার গুণগত মান এবং পরিকাঠামো উন্নত হওয়ায় বর্তমানে শিক্ষার্থী সংখ্যা ৪০০০-এর বেশি, এবং ২০২৪ সালে এটি ৪৫০০ জনে উন্নীত হওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।

প্রতিষ্ঠানটি ১৮ সেপ্টেম্বর ২০১৭ সালে সরকারিকরণ করা হয়, যার ফলে এটি সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হতে থাকে। সরকারিকরণের পর প্রতিষ্ঠানটি রাজনীতিমুক্ত, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করে। শিক্ষার মান এবং অভিভাবকদের চাহিদার কারণে ২০১১ সালে বোর্ড অব গভর্নরস-এর অনুমোদনে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সংযুক্ত করা হয়। বর্তমানে ১ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান কার্যক্রম অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালিত হচ্ছে।

প্রতিষ্ঠানটি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া ও সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে নানা উদ্যোগ গ্রহণ করেছে। বিভিন্ন পাবলিক পরীক্ষায় শতভাগ পাসের হার, জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয় অর্জন, এবং উন্নত অবকাঠামোর মাধ্যমে LGMSC নিজেকে একটি প্রতিষ্ঠিত, গুণগত মানসম্পন্ন এবং স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করেছে।