Lalbagh Govt. Model School & College School Code (Board) : 1161 | EIIN : 132081 / College Code : 1119
Mission And Vision

Mission And Vision

লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজটি পুরাতন ঢাকার ঐতিহাসিক লালবাগ কেল্লা ও বুড়িগঙ্গা নদীর বেড়ীবাঁধ সংলগ্ন ব্যাব-১০ এব পাশর্^ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের ৪৩/২ আর এন ডি রোড অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের “ঢাকা মহানগরীসহ ৬টি বিভাগে ১১ টি উচ্চ মাধ্যমিক মডেল বিদ্যালয়  (বেসরকারি)
স্থাপন প্রকল্প” এর আওতায় প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজে একটি।
প্রতিষ্ঠানটি ২০০৭ সাল থেকে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক নিয়ে একাডেমিক কার্যক্রম শুরু হয়। ২০০৭ সাল থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে এবং ২০০৮ সাল থেকে মাধ্যমিক পর্যায়ে সীমিত সংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পায়। প্রতিষ্ঠানটির লেখাপড়ার মান বিবেচণায়  এলাকায়টা দাবী ও চাহিদায়  প্রেক্ষিতে ২০১১ সাল থেকে বোর্ড অব গভর্ণরস এর অনুমোদন সাপেক্ষে ১ম থেকে ৫ম শ্রেণি পর্যন্ত সংযুক্ত করা হয়।
মেধাবী শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম ও শিক্ষার্থীদের প্রচেষ্ঠায় অভিভাবকদের সহায়তা অধ্যক্ষ মহোদয়ের তত্তাবদণে প্রতিষ্ঠাটি বিভিন্ন বছরে লালবাগ শিক্ষাজোনে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) হিসেবে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃতি অর্জন করেছে। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠার পর থেকে খেলাধূলা ও সাংস্কৃতিক চর্চায় দিক থেকে ঈর্শণীয় সফলতা অর্জন করেছে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এ প্রতিষ্ঠানটি জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ  ইভেন্টে রেকর্ড সংখ্যক পুরস্কার অর্জন করেছে। সাহিত্য চর্চায়ে ক্ষেত্রেও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সফলতা অপরিসীম। বঙ্গবন্ধু ও স্বাধীনতা যুক্তিযুদ্ধ,শহীদ কোন রাসেলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে রচনা চিত্রাংকণ প্রতিযোগিতায় ১ম স্থানসহ  উল্লেখযোগ্য কৃতিত্বের স্বাক্ষর .................  প্রতিষ্ঠাটির মেধাবী শিক্ষার্থীরা । বিজ্ঞান চর্চায়ও পিছিয়ে নেই প্রতিষ্ঠাটি। ২০১৮ সালে আন্তর্জাতিক  রোবটিক সোসাইটিতে ফিলিপাইনে বাংলাদেশের পক্ষে অংশগ্রহণ করে পুরস্কার লাভ সহ প্রতিষ্ঠানের মান আন্তর্জাতিক  পরিমন্ডলে আরো উজ্জ্বল করেছে। প্রতি বছর দেশের বিভিন্ন .......... পাবলিক  ও প্রাইভেট ............ বিদেশে অসংখ্য শিক্ষার্থী ভর্তির সুযোগ পাচ্ছে।
প্রতিষ্ঠাটির পড়ালেখার মান বিবেচনায় ও এলাকা বাসীর দাবীর প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী কোন হাসিনা বিগত ১৮/০৯/২০১৭ ই তারিখে প্রতিষ্ঠানটিকে .............  করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী কোন হাসিনা “রুপকার২০৪১”
এর মাধ্যমে যে সুখি-সমৃদ্ধ, উন্নত ও শান্তিময় বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন  তা বাস্তবায়নে এবং চতুর্থ শিল্প বিপ্লবের চাহিদা অনুযায়ী টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে আমাদের দক্ষ, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর, মুক্তিযুদ্ধের  চেতনায় উদ্ধুদ্ধ, মানবিক গুনাবলি সম্পন্ন মানব সম্পদ তৈরিতে কাজ করছে প্রতিষ্ঠানটি বর্তমানে প্রতিষ্ঠাটিতে ----- জন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীূ ................ এবং শিক্ষার্থী সংখ্যা........ জন।প্রতিষ্ঠাটিতে ৪টি ৭তলা ভবণ।, ২টি সুপরিসর লিফট নিজস্ব বৈদ্যুতিক সাবস্টেশন অডিটোরিয়াম , সুসজ্জিত পাঠাগার, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্ণার, বিভিন্ন বৈজ্ঞানিক যন্তপাতি সম্পন্ন ন্যায় দৃষ্টিনন্দন গেইট, অভিভাবক সেড ও নিজস্ব শহীদ মিনার রয়েছে। 
প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আমাদের সকলের একটাই উদ্দেশ্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে ধারণ করে ......... সোনার বাংলা বিনির্মাণে নতুন প্রজম্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়া।