Lalbagh Govt. Model School & College School Code (Board) : 1161 | EIIN : 132081 / College Code : 1119
বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা

বিতর্ক ক্লাব প্রতিষ্ঠা

মানুষের যৌক্তিক বিবেচনা, মূলবোধ, নতুন দৃষ্টিভঙ্গি, পরমত সহিষ্ণুতা ইত্যাদি গুণের বিকাশে বিতর্ক এক অনন্য মাধ্যম। এই লক্ষ্যকে সামনে রেখে লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজে সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আছাদুল হক স্যারের অনুপ্রেরণায় ‘লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বিতর্ক ক্লাব’ প্রতিষ্ঠিত হয়।

বিতর্ক ক্লাব কমিটি
 ইংরেজি প্রভাষক মোঃ নজরুল ইসলাম কে আহবায়ক এবং বাংলা প্রভাষক এজি এম এমদাদুল হক ও ইংরেজি প্রভাষক মোঃ মারজান উদ্দিন কে সদস্য করে একটি বিতর্ক গঠন করা হয়।
বিতর্ক ক্লাবের সদস্য হওয়ার নিয়ামাবলী 
বিতর্ক ক্লাবের নির্ধারিত ফরম রয়েছে। স্কুল শাখা এবং কলেজ শাখার ছাত্র-ছাত্রীরা যারা বিতর্কে অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদের আলাদা ভাবে ফরম পূরণ করে অভিভাবকের স্বাক্ষরসহ এক কপি পাসপোর্ট সাইজ ছবি সংযুক্ত করে জমা দিতে হয়। বিতর্কে উদ্ভুদ্ধ করণে প্রতিটি ক্লাসে  শ্রেণিতে শিক্ষক মহোদয় এবং বিতর্কিকরা  মৌখিক এবং নোটিশের মাধ্যমে প্রচারণা করে থাকেন। বিতর্কের উপকারিতা সদস্য আহবান, প্রীতি বিতর্কের আয়োজন ইত্যাদি কর্মসূচির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের কাছে বিতর্ক ক্লাব আকর্ষণীয় হয়ে  ওঠে। ফলে প্রতি বছর স্কুল ও কলেজ শাখার অনেক। শিক্ষার্থী এ বিতর্ক ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়। 

বিতর্ক ক্লাবের অর্জন
২০১৮ সালে বাংলাদেশ শিশু একাডেমি এবং ২০১৯ সালে জাতীয় সপ্তাহ আয়োজিত একক বিতর্কে ‘লালবাগ সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বিতর্ক ক্লাব’ এর বিতর্কিক নুর মোহাম্মদ রানার্সআপ হয়। এতে অনুজ শিক্ষার্থীদের মাঝে বিতর্ক ক্লাব ব্যাপক জন প্রিয়তা অর্জন করে।  
একই বছর এবহফবৎ ঊয়ঁরঃু গড়াসবহঃ রহ ঝপযড়ড়ষ (এঊগঝ) লালবাগ মডেল কলেজকে ভেন্যু করে এক বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এতে লালবাগ মডেল বিতর্ক ক্লাব চ্যাম্পিয়ান হয় এবং শ্রেষ্ঠ বিতর্কিকের পুরকস্কার গ্রহণ করে। ২০২১ সালে ‘কালি ওকলম অনলাইন ডিবেডে’ লালবাগ মডেল অংশ গ্রহণ করে উদয়মান তরুণ বিতার্কিক নির্বাচিত হয়। ২০২২ সালে জাতীয় গ্রন্থগারে বঙ্গবন্ধু ও স্বাধীনতা বইমেলা’ আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় দলীয় ভাবে ৩য় স্থান অর্জন করে এবং মোঃ আফিজ আহমেদ বাঁধর  শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাংচিত হয়। 
একই বছর বাংলাদেশ প্রকৌশলী বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘জাতীয় পরিবেশ উৎসব’ এ একক বিতর্ক প্রতিযোগিতায় লালবাগ মডেল বিতর্ক ক্লাব চ্যাম্পিয়ান হয় এবং ‘জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ উপলক্ষে রায়হান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত একক বিতর্ক ও রানার্সআপ হয়।জামিলা খাতুন বালিকা  বিদ্যালয়ে অনুষ্ঠিত ‘দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজিত বিতর্ক প্রতিযোগিতা -২০২৩ এ দলীয় বিতর্কে  লালবাগ মডেল বিতর্ক ক্লাব রানার্সআপ হয়। 

পরিশেষে 
বিতর্ক ক্লাবের প্রারম্ভিক যাত্রা মসৃন হলেও শিক্ষার্থীদের মাঝে এটিকে জনপ্রিয় আর সকলের অংশগ্রহণের পথ ছিল বন্ধুর। ক্লাসের সদস্য শিক্ষকমন্ডলী সর্বোপরি অধ্যক্ষ মহোদয়েল ঐকান্তিক প্রচেষ্টায় আজ ক্লাবটি পা পা করে এগিয়েছে বহুদূর। শিক্ষার্থীদের ব্যাপক অংশ গ্রহণের এক জোপের সার্বক্ষণিক যেন উপছে পড়ছে। স্বপ্নে গড়া ক্লাবটি তার মনে জোরে বেখে লক্ষ্য পূরণে দুর্বার গতিতে এগিয়ে যাবে ইনশাঅল্লাহ।